পোস্টস

কবিতা

চর্যা

৩১ মে ২০২৪

যিশু মুহম্মদ

যদি কোনো মহতের কথায় মনে প্রত্যয় না জাগে
তবুও মনের দ্বিচারী স্বভাবকে পুষ্টি যোগাবে না।
খ্যাতির জন্য শিখবে না, অনর্থক কথা বলবে না।
শ্রেষ্ঠত্বের আশা, ভুল একবারে বর্জন করা যায় না।
শব্দ আঁকড়ে না থেকে নৈঃশব্দ অন্তরে বাস করো।
অন্যকে শেখানোর আগে নিজের মনে জাগাও।
শুরু করো দ্রুত, কারণ ধীরে পরিপক্কতা আসে।