মোফাখখার একটা হাসি দেয়, আরে প্রেম না। তুমি কীভাবে ভাবলা প্রেম করবো? তোমারে রাইখা? কোনোভাবেই তুমি এইটারে প্রেম বলতে পারবা না। ফ্রেন্ডশিপ। জাস্ট ফেন্ডশিপ।
ফেন্ডশিপ হইলে এত রাখঢাক কিসের?
রাখঢাক দেখলা কই? তোমারে বলবো বলবো করতেছিলাম।
গুড। বলো।
বলতে পারো মেয়েটা কলিগই। মানে একটা কলেজে কাজ করে। শিক্ষাভবনে মাঝে মাঝে আসে। ঢাকায় বদলির জন্য তদবির করতেছে।
This is a premium post.