তোর আকাশে মেঘ হবো
তুই রাখলে বুকে যতন করে।
তোর নদীতে ঢেউ হবো
আর হাঁস হবো শান্ত পুকুরে।
চাঁদনী রাতের জ্যোছনা হবো
বটের ছায়া ভর দুপুরে।
তোর ছোঁয়াতে অষ্ট প্রহর
ভালোবাসার আবেগ ভরে।
পল্লী বালার পল্লীগীতি
রাখালিয়ার নিঠুর বাঁশি।
সুরে লয়ে তালে ছন্দে
গান হয়ে তোর ঠোঁটের কোণে।
থাকবো শুধু তোরই হয়ে
তোরই দেহে তোরই মনে।