আমি দেখতে চাই, যখন মায়াবী চাঁদ আচলা ছড়ায়,
অকূল বেদনারা চেয়ে থাকে আকাশে;
আমি মুগ্ধ গন্ধে থাকি, যখন বাতাসে ভাসে ফুলের সৌরভ সুবাসে।
আমি আলোর প্রদীপ হাতে উজ্জ্বল কালো আলো ছড়াই স্পষ্ট দিবসে;
যখন নদীর জল গিয়ে মিশে সাগরের উচ্ছ্বাসে।
রয়েছি আমি মাঝি, চাষি, কৃষক, শ্রমিক, বণিক, শিক্ষক, প্রেমিকার পাশে—
যেন না কাঁদে কেউ জননীর কাছে এসে।
আমি আনন্দে হাসি, যেন শিশুমনগুলো নিজেদের ভালোবাসে,
শ্রমিকের বুকের ভেতরের হাহাকার আমি,
ভালোবাসার বাষ্প নির্যাসে,
প্রেমিকার নগ্ন ঠোঁটে আমি রই তোমারই কাছে বসে।
জন্মদাতা মায়ের মনে বলি— সন্তানেরা আছে ভালো অভিলাষে।
যখন আমি বাবা, মনে রেখ— আমি বাড়ি ফিরি,
দেখবো তাদের সকল, আমার আগলে রাখা পরিবার দিনশেষে...
আমি থাকি, তুমি রাখছো মনের নিমেষে।