সোনালি আলো কেনো উড়ে যায় ~ হয়ত অসংগতি
ভাবি বসে একা আমি—এ কি তোমার বিস্তৃতি…
তুমি বলে দিও ঠিক ততটুকু – যতটুকু রেখেছো নিজ স্মৃতি,
আমি শেষ পর্যন্ত মেনে নিব তোমার আকুতি।
আমার হয়তো হবে না ফেরা, দেখা হবে না অলস প্রকৃতি,
তোমরা দেখ, সুখী হও— জেনো এই আমার মিনতি।
আমাদের দিব্য জ্ঞান দিব্বি আটকে রবে বেহুদা ডিজিটাল বিবৃতি,
এতটুকু শান্তি না পেলে – বুঝে নিও,
এটাই অপকৃত মস্তিষ্কের পরিণতি।
আজও, রয়েছে?
তাই তো লিখছি আমি
~ আগামী হোক তোমার পরিচিতি।