রাতের আকাশ চুপটি করে,
তবু চাঁদ ফিসফিস করে— “
হৃদয়ের কথা লুকিয়ে রেখো না,
স্বপ্নকে ডানা দাও উড়ে যাও দূরে।”
হাওয়ার সুরে বেজে ওঠে গান,
অদেখা পথ ডাকে অবিরাম।
তুমি যদি চাও—হাত ধরে চল,
ভোরের সূর্যে জ্বলে উঠুক মন।
আলো আর আঁধারের মাঝে,
জীবন সাজে হাজার রঙে।
হৃদয় যদি রাখো খোলা,
প্রতিটি মুহূর্ত হবে অমূল্য দোলা।