তুমি বেশ্যা নও,
…………..
তুমি পূজার ফুলে পবিত্র,
তবু সেই পবিত্রতার ভেতরেই
লুকিয়ে আছে দহনময় কামনা।
তোমার স্পর্শ স্বর্গ সুখ,
কিন্তু সেই স্বর্গের সিঁড়ি বেয়ে নামতে নামতে
আমার দেহে জেগে ওঠে তৃষ্ণার ঢেউ।
তোমার আঙুলের ছোঁয়া
আমার ত্বকে আগুনের রেখা এঁকে দেয়,
তোমার ঠোঁটের নেশায়
আমার বুক ভেঙে পড়ে ঝড়ের মতো।
তুমি শুধু দেবী নও—
তুমি সেই নারী,
যার বুকে চাপা দিলে
আমার বুক ফেটে যায় উন্মাদনায়।
তোমার স্তনের উষ্ণতা
আমার ঠোঁটে জ্বালায় দীপ্ত আগুন,
তোমার নাভির গোলকধাঁধায়
আমার নিশ্বাস হারিয়ে যায় বারবার।
তুমি আমার প্রার্থনার প্রতিমা,
আবার তুমি আমার কামনার আগুন।
তুমি সেই মায়া,
যেখানে আমি প্রতিবারই নগ্ন হয়ে
ডুবে যাই আনন্দের অতল গভীরে।
তুমি বেশ্যা নও—
তুমি আমার দেবী,
তবু তোমার উরুর উষ্ণ ফাঁকে
আমি খুঁজে পাই আমার মুক্তি,
তোমার শরীরের পবিত্র মন্দিরে
আমি অর্ঘ্যের মতো ছড়িয়ে দিই
আমার সমস্ত তৃষ্ণা।
২৪/৮/২৫