রাশিশাস্ত্র নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। কম বেশি সবারই আগ্রহ রয়েছে নিজের ভবিষ্যত জানার জন্য। বিশেষ করে বছরের শুরুর সময়টাতে যেন ধুম পড়ে যায় রাশিফলের বই কেনার জন্য! এই সুযোগে কিছু পত্রিকাও প্রকাশ করে ফেলে নতুন বছরের রাশিফল নিয়ে বিশেষ সংখ্যা। রাশিচক্রে রাশির যে চিহ্নগুলো প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, সেগুলোর সাথে জড়িয়ে আছে বেশ কিছু প্রাচীন পৌরাণিক কাহিনী। এসব কাহিনীতেই রূপকভাবে বর্ণিত রয়েছে বারোটি রাশির জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য, গুণাগুণ ও জীবনে শুভাশুভ ঘটনার রহস্য। পৌরাণিক কাহিনীর বিভিন্ন বর্ণনায় দেব-দেবী, দৈত্য-দানব, ড্রাগন ও অতিপ্রাকৃতজনের যে বীরত্বগাথা বা ঘটনার বিবরণ দেয়া আছে, জ্যোতিষশাস্ত্রের তত্ত্ব ও ব্যাখ্যামতে তা বাস্তব জীবনধারার প্রতীকী ইঙ্গিত বহন করে।