Posts

কবিতা

ফিলিস্তিনের আর্তনাদ

August 25, 2025

Md Jamal Uddin

183
View

🌿 ফিলিস্তিনের আর্তনাদ 🌿

রক্তে ভিজে গেছে শৈশবের আঙিনা,
আকাশ কাঁদে, ডাকে ভোরের আলোকরশ্মি।
শিশুর চোখে ঘুম নেই—শুধুই আগুনের ছাপ,
তবুও আশা বাঁচে—মানবতার নতুন কবিতায়।

মায়ের কোল খুঁজে পায় না শান্তির গান,
বাবার কণ্ঠ হারিয়ে যায় বন্দুকের ধ্বনিতে।
তবুও ফিলিস্তিন বেঁচে থাকে দুঃখের ভেতর,
কারণ পৃথিবীর হৃদয়ে আছে ভালোবাসার শপথ।

হে মানবতা! তুমি কি ঘুমিয়ে থাকবে চিরকাল?
তোমার কি কান পৌঁছায় না কান্নার নদীর তীরে?
একটি শিশু যখন প্রশ্ন করে—“আমার অপরাধ কী?”
তখন নীরবতা নিজেই হয়ে যায় অন্যায়ের অংশীদার।

মানবতার শপথ হোক আজ ফিলিস্তিনের পাশে,
রক্ত ঝরানো পথে জ্বালো শান্তির প্রদীপ।
প্রতিটি চোখে থাকুক ভ্রাতৃত্বের অশ্রু,
আর প্রতিটি হৃদয়ে থাকুক মুক্তির প্রার্থনা।

Comments

    Please login to post comment. Login