পোস্টস

বিশ্ব সাহিত্য

ইদা বিতালের দুটি কবিতা (প্রিমিয়াম)

১ জুন ২০২৪

আলম খোরশেদ

মূল লেখক ইদা বিতাল

অনুবাদক আলম খোরশেদ

নিকানোর পাররার পর আরও একজন লাতিন আমেরিকান কবি সম্প্রতি শতবর্ষের চৌকাঠ পেরুলেন। তিনি উরুগুয়াইয়ের বিখ্যাত কবি, প্রাবন্ধিক, সমালোচক, শিক্ষক ও অনুবাদক ইদা বিতালে (Ida Vitale)। ১৯২৩ সালের দোসরা নভেম্বর উরুগুয়াইয়ের রাজধানী মন্তেবিদেও শহরে জন্মেছিলেন ইতালীয় অভিবাসীর সন্তান, সাহিত্যের শতবর্ষী বরপুত্রী ইদা বিতালে। তাঁর বাড়িতে গোড়া থেকেই শিল্প, সাহিত্য ও জ্ঞানচর্চার আবহ বিদ্যমান ছিল। তাতে উদ্বুদ্ধ হয়ে তিনি বিশ্ববিদ্যালয় পর্বে মানববিদ্যার পাঠ গ্রহণ করেন এবং পাঠান্তে শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন। পাশাপাশি সাংবাদিকতাতেও ছিল তাঁর তুমুল সক্রিয়তা। সেইসূত্রেই সাহিত্যজগতে, বিশেষত কবিতার আঙিনায় প্রবেশ ঘটে তাঁর, যা তাকে উরুগুয়াইয়ের সেইসময়কার বিখ্যাত, প্রভাবসঞ্চারী সাহিত্যগোষ্ঠী প্রজন্ম ৪৫ এর সঙ্গে ঘনিষ্ঠ করে তোলে, যে দলটির সদস্য ছিলেন হুয়ান কার্লোস ওনেত্তি, মারিও বেনেদিত্তি, কার্লোস মার্তিনেস মোরেনো, এমির রদ্রিগেস মনেগাল, আনহেল রামার মতো দিকপাল সাহিত্যিকেরা।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।