আমাদের প্রতিদিনের জীবন মানেই এক নিরন্তর চলা। সকাল থেকে রাত পর্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতাই মিলেমিশে জীবনের আসল সৌন্দর্য গড়ে তোলে। কখনো ক্লান্তি, কখনো আনন্দ, আবার কখনো স্বপ্নের হাতছানি—সবই আছে এই চলার পথে। নিচের কবিতাটি সেই দৈনন্দিন ছন্দেরই আরেক রূপ।