Posts

কবিতা

জীবনের গান

August 31, 2025

JINEDIN JIDAN

54
View

জীবন এক নদীর মতো,
থেমে থাকে না কখনো।
কখনো শান্ত, কখনো উত্তাল,
কখনো হাসি, কখনো কান্নার কাল।

স্বপ্নে ভরা ভোরের আলো,
আশায় সাজাই প্রতিটি পালো।
কষ্ট এলে আঁধার নামে,
তবুও হৃদয় আশা থামে না।

পথের বাঁকে ঝড় এলে যতো,
সাহস নিয়ে চলতে হয় ততো।
হার মানা নয়, লড়াইই জীবন,
অন্ধকার শেষে জ্বলে আলো-প্রদীপণ।

প্রেম আছে, আছে অভিমান,
হাসির ভেতর লুকায় ক্ষণিক প্রাণ।
জীবন মানে শিখা জ্বালানো,
ভালোবাসা দিয়ে বিশ্বকে ভরানো

Comments

    Please login to post comment. Login