Posts

বিশ্ব সাহিত্য

তর্জমায় মির্জা গালিব—

September 4, 2025

Muntaka Azmain Muhi

Original Author মির্জা গালিব

Translated by মুনতাকা আজমাইন মুহী

313
View

১. তোমার সাথে আমার মিলন— এটি আমার ভাগ্যেই ছিলনা।
এই একটি দীর্ঘ জীবন কেবল অপেক্ষার—।

২. যেকোনো মূল্যেই পার হয়ে যেতো জীবন,
তবু কেন আমি মনে করছি তোমার রাস্তা?

৩. তুমি অসুস্থ হলে— থাকবে না কোনো সেবিকা,
এবং, তোমার মৃত্যুর শোকে— থাকবে না কেউই।

৪. আমি আছি এমন এক স্থানে, যেখানে
নিজেকে নিয়েও আসেনা কোনো খবর।

৫. ভালোবাসায় জন্ম ও মৃত্যুর মধ্যে নেই কোনো তফাৎ,
আমরা সে কাফেরকে দেখেই বেঁচে থাকি—
যার জন্যে আমরা মরছি।

৬. তারা বলে, মানুষেরা আশায় বাঁচে—
আমাদের তো বাঁচার তাগিদেও আশা নেই।

৭. আমি অনুভবে খুঁজে পেয়েছি জীবনের স্বাদ—
তাঁকে খুঁজে পেয়েছি কেবল ব্যথা,
যে ব্যথার নেই কোনো প্রতিষেধক।

৮. পুনরায় আমার স্মরণে আসে সেই ভেজা চোখ,
যে হৃদয় তৃষ্ণায় ছিল শোকাতুর।

৯. পুনরায় আমার সকল চিন্তা পড়ে আছে তোমার রাস্তায়,
খুব সম্ভবত হারিয়ে যাওয়া হৃদয়ের স্মরণেই।

১০. বিচ্ছেদই মিলন।

Comments

    Please login to post comment. Login