পোস্টস

কবিতা

বয়স যাত্রা

২ জুন ২০২৪

শেখ মুস্তাহিদ আহমেদ শোয়েব

১.

বয়সের ভাড়ে নত হয়ে পড়ি

বয়স আমাকে নিয়ম করে খায়;

যেমন নিয়ম করে খেয়েছিল কোনো এক প্রকৃত প্রেমিককে

তাঁর সুন্দরী প্রেমিকার নামে দেওয়া দিব্যি।

 

২.

আচ্ছা, দিব্যি গেলে কী প্রেমিকার দেহ পাওয়া যায়

কিংবা অমরত্বের জন্য অমৃত?

আমার বয়স অহেতুক বেড়ে যায়,

আমি কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ হই

কিন্তু প্রেমিক হই না, এক মুহুর্তের জন্যও না।