পোস্টস

প্রবন্ধ

বাংলাদেশের গ্রন্থাগার কাণ্ড ও প্রাসঙ্গিক কিছু কথা (প্রিমিয়াম)

২ জুন ২০২৪

জি এইচ হাবীব

মূল লেখক জি এইচ হাবীব

বাংলাদেশের গ্রন্থাগারের প্রসঙ্গ এলে উমবের্তো একো রচিত বিখ্যাত উপন্যাস গোলাপের নাম –এর কথা মনে পড়ে যায়। পাঠক জানেন, চতুর্দশ শতকের তৃতীয় দশকের শেষ দিকে ইতালির একটি মঠের সাত দিনের ঘটনা নিয়ে লেখা সেই পোস্ট-মডার্ন উপন্যাসের মূল চরিত্র একটি গ্রন্থাগার, যেখানে জ্ঞান বিতরণের চাইতে জ্ঞান সংরক্ষণের নামে পাঠককে গ্রন্থপাঠে নিরুৎসাহিত করাই যেন ছিল সেই গ্রন্থাগারের -- বা বলা ভালো -- সেই গ্রন্থাগারের কর্তাব্যক্তিদের মূল লক্ষ্য। এদেশে পাঠাগার নামে এখন যা আছে সেগুলোর বেশিরভাগেরই লক্ষ্য ও উদ্দেশ্য যেন তাই।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।