Posts

বিশ্ব সাহিত্য

তর্জমায় খলিল জিবরান—

September 4, 2025

Muntaka Azmain Muhi

Original Author খলিল জিবরান

Translated by মুনতাকা আজমাইন মুহী

310
View

১. স্রষ্টার প্রথম চিন্তা ছিল ফেরেশতা,
স্রষ্টার প্রথম শব্দ ছিল মানুষ।

২. মনে পড়া সাক্ষাতেরই একটি অংশ।

৩. ভুলে যাওয়া স্বাধীনতারই একটি অংশ।

৪. আমাকে একটি শ্রবণেন্দ্রিয় দাও এবং আমি তোমাকে একটি শব্দ দেবো।

৫. প্রতিটি বীজই একটি আকাঙ্ক্ষা।

৬. কোনো আকাঙ্ক্ষা কখনো অপরিপূর্ণ থাকে না।

৭. আমরা কেবল সৌন্দর্য আবিষ্কারের জন্যেই বেঁচে আছি।
বাকী সবকিছু কেবল অপেক্ষারই অংশ।

৮. একজন মানুষ খুব সম্ভবত আত্মরক্ষার জন্যেই আত্মহত্যা করে।

৯. সে দীর্ঘসময় বাঁচে, যার আকাঙ্ক্ষা দীর্ঘ।

১০. অভিজ্ঞতার অনেক আগেই আমরা আমাদের আনন্দ ও দুঃখ নির্বাচন করি।

Comments

    Please login to post comment. Login