Posts

বিশ্ব সাহিত্য

তর্জমায় শেখ সাদী—

September 4, 2025

Muntaka Azmain Muhi

Original Author শেখ সাদী

Translated by মুনতাকা আজমাইন মুহী

279
View

১. প্রিয়ের হাত হতে নেয়া সেই মাটির টুকরো জানে—
গোলাপের সুগন্ধ কিভাবে পরিবর্তন আনে নিছক এক
টুকরো মাটির।

২. নিশ্চুপ থাকা পর্যন্তই আমাদের সবকিছু গোপন থাকে।

৩. তুমি প্রস্তুত থেকো সেই প্রতিঘাতের জন্য, যে আঘাত তুমি আমাকে করছো।

৪. তুমি নিজের ওপর করছো না রহম,
সুতরাং, কেউ যদি তোমার ওপর দয়াশীল আচরণ না করে, তবে তা গুনাহ’র নয়।

৫. কথা বোলো না—
কেউ তোমায় কিছুই বলবে না।

৬. তুমি আমার কাছ থেকে কেবল ভালোই আশা করছো,
অথচ আমি তোমার কাছ থেকে ভালোমন্দ কিছুই আশা করছি না।

৭. আকাশের খোঁজ তোমার জানা নেই, কারণ—
নিজ গৃহের খোঁজ’টুকু পর্যন্ত তোমার অজানা।

৮. আমাকে খুন করলেও তোমার ভালোবাসা হতে আমার
ফেরার কোনো পথ অবশিষ্ট নেই—
তুমিই আমার একান্ত আশ্রয়।
আমার পালানোর পথেও আমি কেবল তোমার কাছেই যাবো।

৯. ধনী হবার জন্যে বই ছাড়া আর কোনো আনন্দের সম্পদ নেই।

১০. প্রিয়, ফিরে এসে দেখো, পূর্বের চেয়েও আরো প্রিয় হয়ে থাকবে আমার।

Comments

    Please login to post comment. Login