চাঁদের আলো আসে জানালার কাছে,
কিন্তু তুমি আসো না আমার পাশে।
হাজার তারা ঝলমল করে,
মনটা তবু খুঁজে তোমার দ্বারে।
তুমি বলেছিলে থাকবে সারা জীবন,
কেন ভেঙে দিলে সে প্রতিশ্রুতির বাঁধন?
আমার হাসিতে ছিলে তুমি প্রাণ,
এখন শুধু বেদনায় ভরা গান।
চোখের জলে নদী বইছে,
তোমার স্মৃতি আজও রইছে।
ভালোবাসা ছিল যদি মায়া,
কেন দিলে তুমি ভাঙা ছায়া?
66
View