নিঃশেষের ভবিষ্যৎ
........... স্বপন বিশ্বাস
কালো ধোঁয়ায় ঢাকা আকাশ,
সূর্যের মৃত দেহ ঝুলছে শূন্যে।
মাটি কাঁদছে রক্তের স্রোতে,
হাড়ে ভরা নদী বহে নীরবে।
মানুষের মুখে নেই ভাষা,
ক্ষুধার্ত দৃষ্টি আর পচা দেহের গন্ধ।
শিশু খোজে না দুধ
অস্ত্রের নল চুষে চায় বাঁচতে।
শহর মানে ছাইয়ের পাহাড়,
সমুদ্র মানে লাশের ভেলা।
ভালোবাসা এক ভুলে যাওয়া শব্দ,
শান্তি এক ছিন্নভিন্ন প্রতিচ্ছবি।
শেষ রাতে পৃথিবী নিঃশ্বাস ফেলে বলবে—
"আমাকে হত্যা করেছে তোমাদের হাত,
আমিই এখন শূন্য,
তোমরাই এখন অন্ধকার।"
.........
117
View