Posts

কবিতা

তোমার কাছেই আসবো

September 14, 2025

নাসির ফরহাদ

112
View

এক জীবনে সবটা সময় 

তোমায় ভালোবাসবো।

পাই বা না পাই ঘুরেফিরে 

তোমার কাছেই আসবো।

তোমায় নিয়ে জীবন আমার 

তোমায় ভালোবাসি।

আমার কাছে সবচেয়ে দামী 

তোমার মুখের হাসি।

তোমার চোখে বিশ্ব দেখি

তোমার কাঁধে মাথা রাখি।

তোমার রূপের জ্যোছনা যেন 

ঝরে রাশিরাশি।

তোমার চোখের কাজল আমি 

কিংবা শিরা ধমনী

বাঁচা মরা তোমার তরে, 

তুমি হৃদয়ের রাণী।

Comments

    Please login to post comment. Login