তোমার নাম
......... স্বপন বিশ্বাস
তুমি বেঁধেছো নীড়
সুখে ভরা আঙিনায় তার,
হাসির রোদ ছড়িয়ে গেছে
নতুন ভোরের জানালায়।
আমি দাঁড়িয়ে আছি
অতল আঁধারের প্রান্তে—
অপেক্ষা কেবল ক্ষয়ে যায়,
যেখানে স্মৃতিই আমার সাথী।
তুমি হাত ধরেছো অন্য কারও,
আমি খুঁজেছি তোমার ছায়া
বিরান মাঠের বাতাসে—
কিন্তু সেখানে কেবল শূন্যতা।
আমার হয়েছে অন্তিম চলা,
অশ্রুর নদী পেরিয়ে
হয়তো একদিন পৌঁছাবো বিস্মৃতির পারে।
তবুও হৃদয়ের দেয়ালে খোদাই হয়ে থাকবে
তোমার নাম,
যেন মুছে না ফেলা যায়
কোনও দিনও।
181
View