এসো হে নবীন
তোমায় জানাই সুপ্রভাত
তোমার হাতেই বিনির্মাণ হোক
ঘুণে ধরা এ সমাজ।
তোমার চোখে প্রতিফলন
হোক আমাদের প্রত্যাশা।
কেটে যাক সব দুঃখ খরা
কেটে যাক সব হতাশা।
এসো হে নবীন তোমায় দিলাম
সকালের শুভ্রতা
তোমার হাতে উঠবে গড়ে
আগামীর সভ্যতা।
এসো হে নবীন তোমার দেশে
থাকবে না কোন আহাজারি
সম্মান নিয়ে বাঁচবে সবাই
ধনী-গরিব, নর- নারী।
এসো হে নবীন
তোমায় জানাই সুপ্রভাত
তোমার হাতেই নতুন সূর্য
কেটে যাবে আঁধার রাত।
এসো হে নবীন তোমাকে আজ
অভিবাদন জানাই আমি।
স্মৃতির মোড়কে থাকবেনা পড়ে।
সুন্দর আগামী।
এসো হে নবীন বাংলার মাঠে
দেখ ফসলের হাঁসি।
সকল দ্বিধা ভুলে সবাই
দেশকে ভালোবাসি।
এসো হে নবীন, এসো হে নবীন
শোনাও আলোর কথা।
তোমার হাতেই তুলে দিলাম
লাল সবুজ পতাকা।