হাওয়ার খেলা, পাতার নাচ,
ফুলের ঘ্রাণে ভরে সব আসা-পাছ।
নদীর ঢেউ, পাহাড়ের ছায়া,
মনে লাগে যেন স্বপ্নের মায়া।
সূর্য উঠলে সোনালি আলো,
ভোরের সঙ্গে আসে নতুন শিকড়ের ধ্বনি।
রাত নামলে চাঁদের আলো,
ঝলমল করে মন ভোরের মতো ভরা।
পাখির ডাক, ঝর্ণার গান,
প্রকৃতির মাঝে লুকায় জীবনধারা।
সবুজ মাঠে শান্তি ভরে,
প্রকৃতির কোলে সব দুঃখ সরিয়ে যায়।
55
View