তৃষ্ণার্ত প্রেম
........... স্বপন বিশ্বাস
অর্ধ শত বছর ধরে আমি ভেবেছি তুমি একদিন ফিরে আসবে। প্রতিটি প্রহর কেটেছে তোমার নাম ধরে ডেকে। চোখের কোণে জমেছে জলের পাহাড়, অথচ তার বিনিময়ে পেয়েছি কেবল অবহেলা। তুমি এখন অন্যের, আমি জানি।
তবু কি এত সহজে ভোলা যায়? তোমার পদচিহ্ন আজও আমার হৃদয়ের উঠোনে ঝরে পড়ে। নিঃশব্দে বসে থাকি, ভাবি—কেন এতো প্রতীক্ষা করলাম! হয়তো ভালোবাসা আসলে প্রার্থনার মতো, পূর্ণ না হলেও তার আলো বুকে রয়ে যায়।
তুমি দূরে, অন্যের হয়ে আছো—কিন্তু আমি এখনও তোমার জন্য নরম বেদনায় ভিজে আছি। ভালো থেকো তুমি, এটাই আমার শেষ প্রার্থনা।
113
View