Posts

কবিতা

দরিয়ার ভালোবাসা

September 19, 2025

Kamal Parvez

75
View

ও দরিয়া নেইকো তোমার চাওয়ার শেষ  

চেয়ে দেখো আমার দিকে এইতো আছি বেশ            গভীর রাতে যখন থাকি ঘুমিয়ে   

হঠাৎ করে আওয়াজ কানে ভাসে  

ঘুম ভেঙ্গে গেলে শুনতে পাই  

শোঁ-শোঁ শব্দ করে আমায় দিকে আসে তেড়ে                বুকটা তখন করে ধড়ফড়  

এইতো বুঝি তোমার স্রোতে  

গ্রাস করে নিবে সব  

ও দরিয়া তবু তোমায় এতো ভালোবাসি।।

Comments

    Please login to post comment. Login

  • Chameli Akter 2 months ago

    বুকটা তখন করে ধড়ফড় এইতো বুঝি তোমার স্রোতে গ্রাস করে নিবে সব ও দরিয়া তবু তোমায় এতো ভালোবাসি।।