বেশি বেশি পড়ো রাষ্ট্রবিজ্ঞান
শিখতে পারবে তুমি রাষ্ট্রনীতি
একদিন তুমি হবে রাজনীতিবিদ
হঠাৎ একদিন এমপি-মন্ত্রী
এ আশায় নিদ্রা যায় পালিয়ে
তবুও স্বপ্নে বিভোর তুমি যাও চালিয়ে
দূর ছাই---দূর ছাই
ঐসব পড়ে হবে কী আর
কষ্ট করার প্রয়োজন নাই
রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রনীতি
তার মধ্যে গণতন্ত্র নীতি
ঐসব কিছুর প্রয়োজন নাই
সবই হবে টাকার নীতি
দল বলো আর আইন বলো
টাকার উর্ধ্বে নাই কিছু
রাষ্ট্রনীতি হাটবে তোমার পিছু।।
40
View