১. অন্যজনের মৃত্যুই আমাদের বেঁচে থাকতে সাহায্য করে।
২. সুখ খোঁজার নামই মূলত সুখ।
৩. সুখী মানুষেরা মেধাশূন্য।
৪. ভালোবাসা বুদ্ধিমত্তাকে মেরে ফেলে।
৫. ভেবেছিলাম, তুমি মৃত—
আচ্ছা, অন্য সময়ে তাহলে।
৬. আমার কল্পনাই আমার স্মৃতি।
৭. সময়ই কেবল সময় অপচয় করে না।
৮. ছায়া কেবল আলোতেই বেঁচে থাকে।
৯. চোখ হতে বেয়ে না পড়া কান্নার জলের আসলে কি হয়?
১০ স্বয়ং ঈশ্বর নিজেই আমাদের ঈশ্বরে বিশ্বাস করেন না।