১. হৃদয় তৈরী হয়েছেই কেবল ভেঙে যাবে বলে।
২. একটি মুহূর্ত একটি জীবন ধ্বংস করবার ক্ষমতা রাখে।
৩. ভালোবাসা একটি ভ্রম।
৪. আমাদের মধ্যে সাহসী মানুষ সে, যে নিজেকে নিয়ে ভীতসন্ত্রস্ত।
৫. আমরা সকলেই নর্দমায়। আমাদের মধ্যে কেবল কারো কারো দৃষ্টি আকাশের তারকার দিকে।
৬. ভালোবাসা মানুষকে পরিবর্তন করে—
আমি পরিবর্তিত।
৭. শিল্প নিজেকে ছাড়া আর কিছুই প্রকাশ করে না।
৮. একজন শিল্পীর হৃদয়ের অবস্থান তাঁর মস্তিষ্কে।
৯. অনুকরণের সমাপ্তিতেই শিল্পের শুরু।
১০. সে বেঁচে থাকে তাঁর লিখতে না পারা কাব্যে—