Posts

বিশ্ব সাহিত্য

তর্জমায় ইমাম ইবনে কাইয়্যিম—

September 20, 2025

Muntaka Azmain Muhi

Original Author ইমাম ইবনে কাইয়্যিম

Translated by মুনতাকা আজমাইন মুহী

217
View

১. সুখের সাথেই দুঃখ আসে।

২. খুব সম্ভবত একটি আকাঙ্ক্ষাই দীর্ঘকালীন দুঃখ নিয়ে আসে।

৩. শূন্য ও সৎ স্থান ছাড়া ভালোবাসা খুঁজে পাবার আর কোনো স্থান নেই।

৪. সময় হারিয়ে ফেলা মৃত্যুর চেয়েও কঠিন।

৫. এই হৃদয় অতীতের দুঃখে মশগুল থাকে—
আর বর্তমানের দুশ্চিন্তায় শোকগ্রস্ত।

৬. এই পৃথিবীতে ‘কণ্ঠ’ ছাড়া আর কোনোকিছুকেই বন্দী করবার একান্ত প্রয়োজন পড়ে না।

৭. মানুষের হৃদয় দু’টি চক্রের মধ্যেই অতিবাহিত হয়—
সক্রিয় এবং নিষ্ক্রিয়।
সুতরাং, তোমার হৃদয়কে সক্রিয় অবস্থাতেই খুঁজে নাও এবং নিষ্ক্রিয় অবস্থাতেই নিয়ন্ত্রণ করো।

৮. পাপকার্য সম্পাদনের জন্যেই মানুষ তাঁর অর্জিত জ্ঞান ভুলে যায়।

৯. মানুষের স্বয়ংসম্পূর্ণতা নির্ভর করে জ্ঞান ও ভালোবাসার সক্ষমতার উপর।

১০. মানুষেরা হৃদয়ের অবিশুদ্ধতার জন্যেই পার্থিব জীবনের মোহে বন্দী।

Comments

    Please login to post comment. Login