Posts

বিশ্ব সাহিত্য

তর্জমায় সাঈদ নূরসী—

September 20, 2025

Muntaka Azmain Muhi

Original Author সাঈদ নূরসী

Translated by মুনতাকা আজমাইন মুহী

206
View

১. স্বৈরাচার অর্থই নিপীড়ন।

২. মৃত্যু হচ্ছে জীবনের দায়িত্ব থেকে মুক্তির পথ।

৩. অধিক দূরত্ব থেকে পর্যবেক্ষণ করলে,
মহৎ জিনিষও তুচ্ছ পরিলক্ষিত হয়।

৪. যে জ্ঞানে হৃদয়ের গভীরতার উপলব্ধি নেই,
তা অজ্ঞতা।

৫. সকল বিষয়ে ভালো দেখা মানুষেরাই ভালো চিন্তার অধিকারী।

৬. বেহেশত না থাকলে দোযখ যন্ত্রণার হতো না।

৭. মৃত্যু বিচ্ছেদ নয়—
মৃত্যু হচ্ছে মিলন।

৮. আমি বিচ্ছেদ চাই না।
আমি বিচ্ছেদ আকাঙ্ক্ষা করি না।
আমি বিচ্ছেদ মেনে চলতে পারি না কেবল।

৯. যা হয়তো হৃদয়ে ধারণ করা হয়, তা-ই জ্ঞান।

১০. দুর্ভাগ্যই দীর্ঘস্থায়ী।

Comments

    Please login to post comment. Login