গর্ভ
কোথা হতে আবির্ভূত,
মর্ত্যলোকের বশে।
ঝিল্লি ঘেরা জলের মাঝে,
জন্ম নিলাম শেষে।
কোথায় এলেম, কেমন করে,
ভাবছি যখন, হাত পা নেড়ে,
খুব আদরে যত্ন করে,
আগলে রাখে কেউ।
মর্তলোকে প্রথম পাওয়া,
ভালোবাসার ঢেউ।
জাতিস্মরের স্মৃতিটুকু
মুছে যাওয়ার পরে,
আবার আমার জন্ম হলো,
সুতীব্র চিৎকারে।
দুবাহুতে আঁকড়ে আমায়,
অবাক বিষ্ময়ে!
ভীষণ মায়ার একখানা মুখ,
আমার দিকে চেয়ে।
কে গো তুমি দেখছ আমায়!
সৃষ্টি লোকের সকল মায়ায়।
কোথায় আমায় নিয়ে এলে?
এ কোন মায়ালোকে!
ক্লান্ত হেসে, ভালোবেসে,
বিশ্লেষিলে আমায়,
তোকে আমি নিয়ে এলাম
ধরিত্রি মার মায়ায়।
গর্ভে আমার জন্মেছিলি,
নাড়ীছেঁড়া ধন।
আরেক গর্ভে করবি শুরু,
দুর্লভ মানব জনম।
সন্তান তুই অবনি মায়ের,
সন্তান তুই আমার।
জ্ঞানের সুধা আহরণে,
করবি ভালো সবার।
মঙ্গলকে হৃদয়পটে
করবি সদাই জমা।
ভালোবেসে ঝাঁপিয়ে বুকে,
ডাকবি মোদের 'মা'।