তুমি আমার আগুন
…… স্বপন বিশ্বাস
তোমার চোখে যখন রাত নামল,
আমি সেখানে খুঁজে পেলাম
একটি গোপন সরোবর—
যেখানে আলো ছুঁয়ে যায় শরীরের গভীরতা,
অন্ধকারে দুলে ওঠে কামনার মোমবাতি।
তোমার বক্ষ যেন উন্মুক্ত আকাশ,
আমি তার বুকে শুয়ে লিখি
জ্বলন্ত শব্দে ভরা কবিতা।
শ্বাসের ওঠানামা আমার ছন্দ,
তোমার নিঃশ্বাস আমার কাব্যের রাগিণী।
( অসমাপ্ত)