১. “আমিও সব মাযহাব ছেড়ে তোমার হৃদয়ের প্রার্থনায় জেগে থাকি পুরো এক জীবন।”
২. “আমাদের নক্ষত্রে বিচ্ছেদ লেগে আছে,
তবু আমি আশা রাখি তুমি ফিরবে বলে।”
৩. “আমি জানি, তুমিও স্বর্গহারা হয়ে রয়ে গেছো নিঃসঙ্গ এই পৃথিবী’তে।”
৪. “ক্ষয়ে যাওয়া জীবনে এই শূন্যতার নামই বেঁচে থাকা।”
৫. “তুমি ভালোবাসার কাছে ফিরে এসে আমায় ভুলে থাকো চিরকাল।”
৬. “দূরে যেতে হলে দূরত্ব ভুলে যেতে হবে—
তাই জীবনের কাছাকাছি থাকছি।”
৭. “আমার বেঁচে থাকার অন্তরালে চিরকাল রয়ে গেছে অসম্পূর্ণতার এক আখ্যান।”
৮. “দুঃখের সাথে এক অন্তরঙ্গ সম্পর্কে আমাদের এই বেঁচে থাকা।”
৯. “পৃথিবীর সকল ফিরে আসার উপলক্ষ হারিয়ে যাওয়া নয়।”
১০. “কথা ফুরিয়ে যাওয়া মানেই আমাদের নির্বাক হয়ে যাওয়া নয়।”
১১. “নিজের কাছে তুমি নিজে এখনো প্রতিশ্রুত এক নিছক ব্যর্থতা।”
১২. “আমি দেখি জীবন, কোনো এক মায়ের পেট হতে, জরায়ু ছেদ করে বের হয়ে আসে”...