ভেজা রক্তের ঘ্রান ভেসে আসছে-দেহজুড়ে,
কোথাও ক্ষতের চিহ্ন নেই-তবু
অঝোরে পড়ছে রক্তের সীলাবিন্দু।
বলে না, সর্ব অঙ্গ ব্যথা ঔষধ দিব কোথা,
কিন্তু ব্যথারা ছুটি হতে এখন ফিরে নি।
খানিকক্ষন পর পর মাতাল করে তোলে;
আর মনে জাগায় বিষন্ন সুর-প্রেমের তীব্রগম্ভীরতা
যেখানে প্রবেশেের কোন অধিকার নেই।