কথা বলো হেলায় হেলায়
এভাবেই কি যাবে বেলা
পথ পাড়ি দিতে চাও অনেক দূর
স্বপ্নে আজো তুমি বিভুর
আকাশ ছুতে চাও
চাঁদটাকে কপালে দিবে টিপ
নিরবে ভাবো সময় সন্ধানী
হাত বাড়িয়ে ছুতে চাও
আধাঁরে বিপত্তি তাও
সারা রাত ভাবনায় তুমি
দু'চোখে নেই কোন ঘুম
হতে চাও সবার মাঝে সেরা
লোক চক্ষু আড়ালে সেই তুমি
মোর আঁধারের ভালোবাসা।।
48
View