অমৃত আকাঙ্ক্ষা
......... স্বপন বিশ্বাস
আমার স্তনের কোমল ফুলে
তুমি রাখো উন্মাদ ঠোঁট,
চোষার তীব্র টানে
আমার দেহ কেঁপে ওঠে বারবার।
বুকের ভেতর জমা অমৃত
ঝরতে চায় শুধু তোমার জন্য,
তৃষ্ণার্ত শিশুর মতো তুমি
কামনার ক্ষুধায় গ্রাস করো আমায়।
তোমার জিহ্বার ছোঁয়া
আমার দেহের শিরা বেয়ে ছড়িয়ে পড়ে,
আমি হারাই লজ্জার সীমা
তোমার তীব্র চুম্বনের দাহে।
157
View