তোমার প্রতিচ্ছবি
…… স্বপন বিশ্বাস
ভোরের কুয়াশা শেষে
সূর্যের আলতো ছোঁয়ায় শিউলি-ভেজা পথ,
ফালি ফালি মেঘের আড়ালে
খুঁজি তোমার অবয়ব।
হৃদপিণ্ডে জমা শব্দ
ঝরে পড়ে নিঃশব্দে,
তুমি কি শোনো সেই ব্যথার সঙ্গীত?
তুমি কি জানো—
প্রতিটি ধ্বনি কেবল তোমাকেই ডাকে?
নদী খুঁজে নেয় সমুদ্রের বুকে আশ্রয়,
আমি খুঁজি তোমার চোখের গভীরতা,
তুমি থাকো দূরে—
মেঘের পর্দা টেনে,
প্রতিচ্ছবি হয়ে আমার অনন্ত অপেক্ষায়।