পোস্টস

কবিতা

কবিতা

৩ জুন ২০২৪

জালাল উদ্দিন লস্কর

মূল লেখক জালাল উদ্দিন লস্কর

চোর-কীর্তন

 

জালাল উদ্দিন লস্কর

 

চোরকে চোর বললে খবর আছে,
বলতে হবে তিনি অনেক ভালো।
অনেক অনুগ্রহ করে অন্ধকার এই সমাজে তিনি
বিলিয়ে যাচ্ছেন,ছড়িয়ে যাচ্ছেন আলো!
যখন এমনভাবে বলতে শিখবেন,
তখন আপনি হয়ে যাবেন, অনেক অনেক ভালো!
আর যদি ভুল করেও সত্যটাই বলেন,
চোর বেচারা মাইন্ড করবে তার মুখটা হবে কালো!
রাগের চোটে উঠবে কেঁপে শরীর, আর কাঁপবে ব্রহ্মতালু!
তখন প্রতিশোধের খড়গ আসবে নেমে,
দৌঁড়ে দৌঁড়ে কুল পাবেন না, কুল পাবেন না ঘেমে।
তারচে' ভালো চোরকে বলা সাধু,
দেখবেন তখন এ কেমন মস্তবড় জাদু!সকল মুশকিল আসান করবে মিথ্যাচারের মধু।
শুধু শুধু চোরকে কেন বলতে যাবেন চোর,
মনে রাখবেন চোরের মায়ের বড় গলা,গলায় মস্ত জোর!
চোরের স্বাক্ষী বাটপার আর সবসময় সবখানেতে
সব শিয়ালের একইরকম সুর!
চোরকে যদি মানতে পারেন পীর
দিনে দিনে উচ্চ হবে নুয়ে পড়া শির।
চোরের গুনগানে,
মত্ত হলে দিন কাটবে সুখ শান্তিতে, ধনে এবং মানে।
কলির যুগে সেটাই বরং ভালো-
চোর বন্দনায় মাতি সবাই চোররা থাকুক ভালো!