আমি নারী
..... স্বপন বিশ্বাস
আমার উন্মুক্ত ভূমি তোমার জন্ম মাঠ,
আমার দেহে জেগেছে সভ্যতার প্রথম গান।
বুকের মাঝে ক্ষুধার আহার অগ্নি আমি
আমায় দাসী ভেবে কর অহংকার?
তোমার চরম উত্তেজনার শীতল সরোবর
আমার রক্তের নদীতে জন্ম,
আমার নিঃশ্বাসের তাপে
তুমি খুঁজে পাও তোমার সাম্রাজ্য।
ওহে পুরুষ, তোমার কিসের অহংকার?
যে জীবন তুমি বহন করছো,
তার শিকড় আমার অন্তরে গাঁথা।
আমি ধরণী, আমি উৎস, আমি উন্মুক্ত অর্পণ—
অথচ আমাকে তুমি করো অবমূল্যায়ন?
মনে রেখো, আমায় ছাড়া তুমি
শূন্যতায় বিলীন ধূলিকণা।
89
View