মেঘ গুড় গুড় করছে (কমা)
জমা মেঘ মনের আকার ধারণ করছে।
বাড়ি থেকে বের হয়ো না রামা।
জড়োসড়ো এমন দিনে
লেপ লেপ্টে থাকো,
হীম টাইল্সে পা রেখো না রামা।
আলো আধারির অপূর্ব এ-দৃশ্যে
যদি তোমার মন খারাপ করে,
জানালার আড়ালে থাকো তবে।
পর্দা ফেলতে ভুল করো না রামা।
মেঘ মেঘের সংঘর্ষে
যদি তোমার মনে শংকা জাগে,
আলো নিভে শুয়ে পরো তবে।
মোম জ্বেলে অপেক্ষা করো না রামা।
দালান ভেজানো বৃষ্টির ঘ্রাণে
যদি তোমার মন আনচান করে,
নিজেকে নিয়ন্ত্রণ করো তবে।
ভুলেও লাল শাড়ি পরো না রামা।
ভর বর্ষার এমন দিনে,
কম বেশি দুর্যোগ সবারই থাকে,
কিভাবে যে বোঝাই তোমাকে।
আজ মেঘ বিরামহীন ডাকবে
উত্তর দিতে যেও না তাঁকে।
চুল বেঁধে রাখো, রামা!
এমনিতেই হাজার ঝড় হৃদয়ে।
—————-
‘রামা’ অর্থ: প্রণয়ী, প্রেমিকা। নির্দিষ্ট কারো নাম না।
০১.১০.২৫ (০৩:০১ AM)