সাহাবীরা ছিলেন নবী করিম ﷺ–এর প্রিয় সঙ্গী, যাঁরা ইসলামের জন্য ত্যাগ, ধৈর্য ও ঈমানের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের জীবনীতে আছে শিক্ষার আলো, দাওয়াতের জজবা, ও আল্লাহর পথে অটল থাকার প্রেরণা। এই সিরিজে আমরা জানব তাঁদের সংগ্রামী ও আলোময় জীবনের গল্পগুলো।