চারদিকে খুব চিল্লাপাল্লা চলছে। আন্দোলন হচ্ছে। অথচ আমাদের প্রথম সারির জনপ্রিয় মিডিয়া কেমন যেন চুপ মেরে আছে। এর মধ্যে রুনু খেয়াল করলো তার বন্ধু জুয়েল তাকে ডাকছে তাদের সাথে মিছিলে যাওয়ার জন্য। দুইদিন আগে কয়েকটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়েকে উঠিয়ে নিয়ে সংঘবদ্ধ নির্যাতন করেছে। এর একটা বিহিত হওয়া উচিত। সরকার কিছু বলছে না, আবার অপরাধী এখনো সবাই গ্রেফতার হয়নি। প্রশাসন বরাবরের মতোই নির্বিকার। জুয়েল খুবই উত্তেজিত। এবার একটা এসপার উসপার হতেই হবে। হিন্দুরা বেশি বেড়ে গেছে, তাদের কান্ডকারখানাও বেড়ে গেছে। রুনু বের হয়ে দেখল, মিছিলের ব্যানারগুলোতেও হিন্দু যুবক কর্তৃক মুসলিম বোন নির্যাতিত হওয়ার কথা লেখা আছে। তাদের সর্বোচ্চ শাস্তির কথা দাবি করা হয়েছে সব ব্যানারে। জুয়েল রাগে গরগর করতে করতে বলছে, "আমাদের দেশে আমাদের মেয়েরা নির্যাতিত। ওদেরকে এদেশে থাকতে দিয়েছি এটাই অনেক। এবার বিচার করতেই হবে।" রুনু জুয়েলকে একটু পাশে টেনে নিয়ে জিজ্ঞেস করলো," এই অপরাধ যদি কোন মুসলিম করতো? তখন কি করতি?" জুয়েল থতমত খেয়ে গেল। সে কিছুই খুজে পাচ্ছেনা এই প্রশ্নের উত্তরে বলার জন্য। রুনু বললো,"আমি বিচার চাই বলেই তোদের সাথে এই মিছিলে এসেছি। কিন্তু সবখানে লেখা যে অপরাধ হিন্দু ছেলেরা করেছে, এটাই আমার অপছন্দ। অপরাধ একজন মুসলিম করলেও তা অপরাধ। আলাদা করে হিন্দু বলার দরকার আছে বলে আমার মনে হয়না।"
জুয়েল বললো,"ওরা আমাদের পাশের দেশের সাথে মিলে সবসময় ষড়যন্ত্র করে চলছে। আমাদের দেশের শান্তি ওরা চায়না।"
রুনু বললো,"হতে পারে তাদের মধ্যে কেউ কেউ এমনটা করছে। তাই বলে তাদের সবাইকে দোষ দেয়া তো যায়না। তাদেরকেও আল্লাহই সৃষ্টি করেছেন। আমাদের পূর্ব পুরুষেরাও এক সময় হিন্দু ছিলেন। তারা ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলামে এসেছে। আর তুমি ঘৃণা প্রদর্শন করছো। এতে করে ঘৃণা আর অবিশ্বাস আরো বাড়বে।"
জুয়েল চুপ মেরে আছে। সে শান্ত হয়ে এসেছে।
রুনু আবার বলতে শুরু করলো,"তোমার হিন্দু বন্ধু নেই? তারা কি তোমার সাথে ক্ষতি করেছে কখনো?"
জুয়েল শান্তভাবে উত্তর দেয়,"ওরা তো এমনিতে ভালো। তবে ওদের মনের মধ্যে কি আছে কে জানে?"
রুনু বললো,"আমার মনের মধ্যে কি আছে সেটাও তো দেখতে পাওনা, তাইনা?"
রুনু আবার বললো,"আমাদের হিন্দু শিক্ষকদের কথা ভুলে গেছো? তারা আমাদের কত কিছু শিখিয়েছেন।"
এবার জুয়েল বললো,"তুমি কি দেখোনি? আমাদের পাশের দেশে মুসলিম ভাইদের কিভাবে অত্যাচার করা হচ্ছে?"
রুনু বললো,"তাতে কি আমরা এদের উপর অত্যাচার করার সার্টিফিকেট পাই? তোমার বুঝতে হবে, এরাও আমাদের ভাই। ইসলাম প্রতিশোধ নিতে শেখায় না। তাছাড়া, ইসলাম একজনের অপরাধ আরেকজনের ঘাড়ে চাপাতেও বলে না।"
জুয়েল এবার বললো,"আসলেও অপরাধ যেই করুক সে অপরাধী। সে যে ধর্মেরই হোক না কেন। আমাদের ইসলামের সৌন্দর্যটাই বিশ্বের সামনে তুলে ধরা উচিত"
রুনু উত্তর দিলো,"ঠিক তাই।"
জুয়েল জিজ্ঞেস করলো,"তাহলে আমাদের মিডিয়া চুপ কেন?"
রুনু বললো,"এটা থেকেই তো ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। আমাদের সতর্ক থাকা উচিত"
এরপর তারা আবার মিছিলে যোগ দিলো।