আমি মানুষ দেখেছি ফুটপাতে।
মানুষ দেখেছি বস্তিতে।
শত কষ্টে ও সবাই মিলে
কেমনে থাকে ঝুপড়িতে।
আমি মানুষ দেখেছি রেললাইনে
মানুষ দেখেছি গঞ্জেতে
কেমনে খাটে দিনে রাতে
দুইটা জীবন বাঁচাতে।
আমি মানুষ দেখেছি চলতি পথে,
মানুষ দেখেছি মাঠেতে।
দেহ পুড়ে কয়লা করেও
কেমন করে মিষ্টি হাসে।
আমি মানুষ দেখেছি হাসপাতালে
বৃদ্ধাশ্রমের খুপরিতে
মৃত্যুর প্রহর কেমনে গুনে।
অসাড় হয়ে বেঁচে থাকে।