পশু-পাখিদের জন্য মায়া হয়,
ওদের তো ভাষা নেই।
তবে মানব মনের অসহায়তা দেখলে
হয়ত ওদেরও খারাপ লাগতো।
মানব মনের চেয়ে অস্থির আর
দ্বিধাগ্রস্থ পৃথিবীর বুকে কে আছে?
প্রতিটি মুহূর্ত নিজের সাথে অন্তহীন
লড়াই করে চলে মানব মন।
167
View