চায়ের দোকানে মুরুব্বিরা বসে থাকায় সেখানে বসে চা খাওয়া কঠিন। আজহার দোকানিকে চায়ের কথা বলে একটু দূরে দাড়য়েছে। সে গতকাল বাড়ি এসেছে। চায়ের দোকানে টিভিতে টকশো চলছে। সেখানে যারা বসে আছেন তারাও খুব উত্তেজিত মনে হচ্ছে। আজহারের সেদিকে মনোযোগ নেই৷ টকশোতে একজন আলেমকে কয়েকজন মহিলা চারদিক থেকে ঘিরে ধরেছে। তাকে জিজ্ঞেস করেছে, ইসলামে চুরির অপরাধে হাত কাটা সম্পর্কে। কিন্তু বেচারাকে কোন উত্তর দেয়ার সুযোগ দিচ্ছেনা৷ এদের উপর সবাই বিরক্ত। মুরুব্বিদের একজন তাকে ডাক দিয়ে এ বিষয়ে তার মতামত জানতে চাইলো। চুরির অপরাধে হাত কাটা অমানবিক কি-না। আজহার জানালো, ধর্মীয় বিষয়ে তার মতো সাধারণ শিক্ষিত কারো কথা না বলাই ভালো। তারপরও তাকে বারবার কিছু বলতে বলছেন মুরুব্বি, সে যেহেতু শহরে পড়াশোনা করে, তাই। আজহার বললো, "যে চুরি করে তার জন্য অমানবিক মনে হতে পারে।"
মুরুব্বি বলেন,"হাত কাটলে বেশি হয়ে যায়না?"
আজহার উত্তর দিল,"দেখুন, যারা দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে বাইরে নিয়ে যায় তাদের জন্য দয়া দেখানোর কি আছে? যারা গরীবের সম্পদ চুরি করে তাদের ফাসি না দিয়ে হাত কাটলে সেটাও কম হবে।"
মুরুব্বি আবার প্রশ্ন করলেন,"যে খেতে না পেয়ে চুরি করে ইসলাম কি তাদের জন্য দয়া দেখাবে না?"
আজহার হেসে উত্তর দিল,"হাত কাটার আগে শাসক এটা নিশ্চিত করবেন যে কেউ না খেয়ে থাকবেনা। তা না হলে হাত কাটার অধিকার তিনি পাবেন না। তাই হাত কাটার ব্যাপারে এসব অভাবী লোকদের ভয় আছে বলে মনে হয়না। যাদের স্বভাব চুরি করে সম্পদের পাহাড় গড়া, তারাই তো ভয় পাবে।"
এবার মুরুব্বি চুপ মারলেন। আজহার আরেকটু বাড়িয়ে বললো,"দেখুন। ইসলাম আসতে তেইশ বছর লেগেছে। চাইলেই আল্লাহ আমাদের উপর একসাথে চাপিয়ে দিতে পারতেন। তা করেননি। ইসলামের এসব কঠিন বিধান বাস্তবায়ন করার জন্যেও সময় লাগবে। মানুষকে এসবের সাথে অভ্যস্ত হওয়ার জন্যেও সময় দেয়া লাগবে। এই দেশের মানুষ তো ঠিকমতো নামাজই তো পড়েনা। কাল কেউ এসেই যদি বলে হাত কাটবে, আর তা হয়ে যাবেনা।"
মুরুব্বি বলেন,"এসব নিয়ে তাহলে এত হাঙ্গামা কেন?"
আজহার বললো,"হাঙ্গামা কোথায়? যারা প্রশ্ন করেন তারাই তো উত্তর শুনতে চায়না। তারা উত্তর শোনার জন্য প্রশ্ন করেননা। তারা বিশৃঙ্খলা করে সুবিধা নিতে চায়। তারা তাদের অন্তরের চোখ বন্ধ করে প্রশ্ন করে। দেখলেন তো, টকশোতে ওই আলেমকে প্রশ্ন করলেও প্রশ্নকর্তারা তাকে কোন উত্তর দিতে দিলোনা।"
মুরুব্বি বুঝতে পারলেন। এবার আজহার বললো,"দেখুন। বাংলাদেশে তো ইসলামি শাসন ব্যবস্থা নেই। তাই এসব প্রশ্নেরও কোন মানে হয়না। আর আমি যা বললাম, তার সব আমার ব্যক্তিগত বোঝাপড়া। আমি একজন আলেম নই।"