নারীর দেহ
...... স্বপন বিশ্বাস
নারীর দেহ ছুঁতে কেবল
সাধক পুরুষ পারে,
এই রহস্য জানে সে জন
যে ভেবেছে অন্তরে।
চুলের ঘ্রাণে মাটির গন্ধ,
শ্বাসে সুর ভুবনের,
যে বোঝে তাতে প্রাণের তান,
সে জানে প্রেম অম্লান।
যে নারী দেখে বাহির চামে,
সে বোঝে না রে মর্ম,
যে নারী তোর ভিতর থাকে,
তাকেই খুঁজে ধর্ম।
লালন বলে—
দেহের মাঝে আছে পরম ধাম,
যে নারী তুই চিনলি না,
সে-ই তো আত্মার নাম।
নারীর দেহ মন্দিররূপে,
মন পুরোহিত তার,
যে সাধে প্রেমে পায় সে ধ্যানে—
তাকেই সাধক ধর।
145
View