প্রকৃতির কোলে
নির্জন দুপুরে শিউলি গাছতলে,
ছায়া পড়ে মাটির বুক জুড়ে দোলে।
দূর আকাশে সাদা মেঘ ভাসে,
মন যেন উড়ে যায় ঘাসফুলের পাশে।
পাখিরা ডাকে নদীর ধার ঘেঁষে,
বাতাসে ভেসে আসে ধানের গন্ধ শেষে।
সূর্যের কিরণ নরম মিঠে আলো,
জীবনটাকে করে যেন ভালো ভালো।
চেনা পথের ধারে সবুজের বোনা,
তুলসী পাতায় শিশির জমে ক্ষণেকোনা।
প্রকৃতি মায়ের অশেষ রূপে,
মন হারায় অজানার কূপে।
যে দেখেছে ভোরের প্রথম রঙে,
সে জানে সুখ লুকায় প্রকৃতির ঢঙে।
মানুষ নয় শুধু—ফুল, নদী, পাহাড়,
সবাই মিলে গায় এক অনন্ত জোছনার সঙ্গীত তার।