প্রতিটি মুহুর্ত এসেই আবার ছুটে চলে যায়
মহাকালের কোন এক গহবরের দিকে।
যেদিন তার সঞ্চয় ফুরিয়ে যাবে
সেদিনই হয়ত হিসাব মেলাতে বসবো।
কত চেনা মুখ এসে চলে গেলো,
চেহারাগুলোও এখন ভুলে গেছি তাদের।
দাদীর গায়ের অদ্ভুত সেই গন্ধটা মনে পড়ে,
জায়নামাযে বসে থাকা তার সেই দৃশ্য।
জানিনা, কিসের পিছনে এমন
বেহুশের মতো এই অন্তহীন ছুটে চলা।
নিজের ছায়ার কাছ থেকে পালিয়ে
আর কতদূরই বা যাওয়া যাবে!
আজকাল দম বন্ধ হয়ে আসে মাঝে মাঝে,
একদিন সকল অনুভূতিই শীতল হয়ে যাবে।