সকাল হয়
তবু ভয়
রাতের অন্ধকারে ডুবে
স্বপ্নরা ঘুরে ঘুরে
দূরে হারিয়েছে তবে
ঘোরে কাটে যেন
অনন্ত সময়
সেখানে জনে জনে
আছে কত ক্ষত ক্ষয়
পথের শেষে দাঁড়িয়ে
আর কোথায়বা যাওয়া যায়
সকাল হয়
তবু ভয়
মাথার ভেতর ঘুরতে থাকা
প্রশ্নের পাহাড়ে
নুয়ে গেছি কত রাস্তার মোড়ে
উত্তর নাই আস্থা নাই
নাই প্রেম তোমার আমার
জেনে গেছে কবি
এখন সময় থামার।
শ্লোগানের খেই হারাবার
সব আগুন চিতায় উঠাবার...
সকাল হয় তবু ভয়
রাতের অন্ধকারে ডুবে
স্বপ্নরা ঘুরে ঘুরে
দূরে হারিয়েছে তবে
This is a premium post.