তুমি পাশে এলে যেন ফুরিয়ে যায় সব দ্বিধা, এই ব্যস্ত দিনের শেষে, তুমিই আমার স্বস্তি। বড়ো কোনো গল্প নয়, চাই শুধু এইটুকু— দু'জনের ছোটো সংসার, আর তাতে অনাবিল সুস্থির হাসি।
জানি, রোজকার জীবনে থাকে কত ছোটোখাটো ভুল, তবু তুমি বোঝো আমার নীরব অভিমান, আমার সব চাওয়া। অন্য কিছু নয়, এই বিশ্বাসটুকুই আসল বাঁধন; আমার আঁচলে তোমার নির্ভরতা, তোমার বুকে আমার মাথা রাখা।
বৃষ্টির দিন হোক বা তীব্র রোদ, এই হাতটা ধরেই থেকো, আর প্রতিদিন একবার শুধু বলো, "চিন্তা নেই, আমি তো আছি।" এই সামান্য কথাটাই আমার কাছে সবথেকে দামী উপহার, তুমিই আমার বাস্তব প্রেম, আমার চিরদিনের ঠিকানা।
